CPLIPL

বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় বাংলাদেশের দুই জন

১৫ জানুয়ারি শুরু আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া টুর্নামেন্টের ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের দুইজন। আম্পায়ার হিসেবে থাকছেন মাসুদুর রহমান মুকুল এবং ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন নিয়ামুর রশিদ রাহুল।

Image caption goes here

বিশ্বকাপের জন্য আজ ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১৩টি দেশের মোট ১৭ জন আম্পায়ার ও চারজন ম্যাচ রেফারি দায়িত্ব পালন করবেন এবারের বিশ্বকাপে।

আম্পায়ারদের তালিকায় স্বাগতিক জিম্বাবুয়ে থেকে আছেন দুজন। তাদের একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ফস্টার মুতিজওয়া, যিনি জিম্বাবুয়ের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২১টি ম্যাচ খেলেছেন। তার সঙ্গে থাকছেন একই দেশের আইকনো চাবি।

অভিজ্ঞ আম্পায়ারদের মধ্যে রয়েছেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ডেইটন বাটলার এবং ইংল্যান্ডের গ্রাহাম লয়েড।

টুর্নামেন্টে ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন ইংল্যান্ডের ডিন কসকার, ভারতের প্রকাশ ভাট, শ্রীলঙ্কার গ্রেম ল্যাব্রুয় এবং বাংলাদেশের নিয়ামুর রহমান।

যুব বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ জানুয়ারি, প্রতিপক্ষ প্রতিবেশি ভারত। তিনদিন পর নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে তারা। তৃতীয় ম্যাচ তামিমদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র। ২৩ জানুয়ারি মাঠে গড়াবে ওই ম্যাচ।

আম্পায়ার:  আহমাদ শাহ দুররানি (আফগানিস্তান), আইডান সিভার (আয়ারল্যান্ড), কোরি ব্ল্যাক (নিউজিল্যান্ড), ডেইটন বাটলার (ওয়েস্ট ইন্ডিজ),ফয়সাল আফ্রিদি (পাকিস্তান), ফস্টার মুতিজওয়া (জিম্বাবুয়ে), গ্রাহাম লয়েড (ইংল্যান্ড), ইকনো চাবি (জিম্বাবুয়ে), লুবাবালো গকুমা (দক্ষিণ আফ্রিকা)

মাসুদুর রহমান মুকুল (বাংলাদেশ), নীতিন বাথি (নেদারল্যান্ডস), প্রগীথ রামবুকওয়েলা (শ্রীলঙ্কা), রাসেল ওয়ারেন (ইংল্যান্ড), শন হেইগ (নিউজিল্যান্ড), শন ক্রেগ (অস্ট্রেলিয়া), বীরেন্দ্র শর্মা (ভারত), জাহিদ বাসারাথ (ওয়েস্ট ইন্ডিজ)

ম্যাচ রেফারি:

ডিন কসকার (ইংল্যান্ড), শ্রীলঙ্কার গ্রেম ল্যাব্রুয় (শ্রীলঙ্কা),নিয়ামুর রহমান (বাংলাদেশ), প্রকাশ ভাট (ভারত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *