মোস্তাফিজের আইপিএল নিয়ে যা হয়েছে হতাশাজনক: আর্থার
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে রেকর্ড মূল্যে দল পাওয়ার পরও ২০২৬ সালের আইপিএল খেলা হবে না মোস্তাফিজুর রহমানের। তার আইপিএল খেলা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যা করা হয়েছে, তা খুবই হতাশাজনক বললেন রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার।

আইপিএলের নিলামে বাংলাদেশের রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতির অজুহাত দিয়ে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশনা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এরপর গড়িয়েছে বহু জল। সেই ঘটনার জের ধরে ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যা এখন ঝুলে আছে আইসিসির কাছে। চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে দুই-এক দিনের মধ্যে।
এর মাঝেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যস্ত মোস্তাফিজ। রংপুরের জার্সিতে দুর্দান্ত বোলিং করছেন বাঁহাতি কাটার মাস্টার। তবে বিষয়টি যে হতাশাজনক, বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেটিই বললেন আর্থার।
“ফিজ পুরোদস্তুর পেশাদার ক্রিকেটার। সে আমাদের জন্য দুর্দান্ত, অসাধারণ। আমরা জানি, বোলার হিসেবে তার কোয়ালিটি কতটা। বিশ্বের যে কারও সমানে সমান সে, যদি না তাদের চেয়ে ভালো হয়ে থাকে। সে খুব ভালো টিম ম্যান এবং খুব নম্র-ভদ্র ছেলে। তাই ওকে সামলানো সহজ।”
“সে প্রতিদিন মাঠে আসে এবং নিজের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে কাজটা করে দেয়। তো তার সঙ্গে যেমন হয়েছে, এটা আসলে সত্যিই হতাশাজনক। কলকাতা নাইট রাইডার্সে সে খুব ভালো একটা (৯ কোটি ২০ লাখ রুপি) চুক্তি পেয়েছি। এখন এটা খুবই হতাশাজনক।”
আইপিএল থেকে বাদ দেওয়ার ওই ঘটনার পর মোস্তাফিজের সঙ্গে আলাপ হয়েছে বলেও জানালেন রংপুরের প্রধান কোচ।
“তার সঙ্গে আমার কথা হয়েছে। আমাদের মধ্যে খুবই দ্রুত অল্প কিছু কথা হয়েছে। আমার সঙ্গে ওর ভাষাগত একটা বাধা আছে। তো, সে জানে আমি কী বলতে চেয়েছি, আমিও বুঝেছি সে কী বলতে চেয়েছে। দ্রুতই সেই কথা শেষ করে আমরা সামনে এগিয়ে গেছি।”




