Cricket

অদেখা জয়ের খোঁজে নোয়াখালী দলে একগাদা পরিবর্তন

প্রথমবার বিপিএল খেলতে এসে একদম সুবিধা করতে পারছে না নোয়াখালী এক্সপ্রেস। পরপর পাঁচ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে আছে তারা। প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে বাকি পাঁচ ম্যাচেই জিততে হবে তাদের।

Image caption goes here

সেই আশায় রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে নিজেদের একাদশে ৪টি পরিবর্তন এনেছে নোয়াখালী। বাদ পড়েছেন হাবিবুর রহমান সোহান, মুনিম শাহরিয়ার, আবু হাশিম ও রেজাউর রহমান রাজা। তাদের জায়গায় এসেছেন শাহাদাত হোসেন দীপু, জাকের আলি অনিক, আবু জায়েদ রাহি ও মেহেদি হাসান রানা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরের এই ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করতে নামবে নোয়াখালী। টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

রাজশাহী একাদশে বদলে গেছে তিন বিদেশি ক্রিকেটার। সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নাওয়াজ ও হুসাইন তালাতের জায়গায় এসেছেন মোহাম্মদ ওয়াসির, রায়ান বার্ল ও হাসান মুরাদ। এই ম্যাচে মোট তিন বিদেশি নিয়েই খেলছে তারা।

নোয়াখালী এক্সপ্রেস একাদশ

মোহাম্মদ নবী, সৌম্য সরকার, শাহাদাত হোসেন দীপু, হায়দার আলি, মেহেদি হাসান রানা, জাকের আলি অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, জহির খান, হাসান মাহমুদ, আবু জায়েদ রাহি, মাজ সাদাকাত

রাজশাহী ওয়ারিয়র্স একাদশ

মোহাম্মদ ওয়াসিম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরি, রায়ান বার্ল, এসএম মেহেরব হাসান, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, বিনুরা ফার্নান্দো, হাসান মুরাদ  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *