Football

রিয়াল-বার্সা ফাইনাল আজ : কখন, কোথায়?

গত বছরের পুনরাবৃত্তি, না ২০২৪ সালের সোনালি অতীত ফিরবে আজ রাতে জেদ্দায়? গত বছর ফাইনালে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে শিরোপা উৎসব করেছিল বার্সেলোনা। এর এক বছর আগে কাতালানদের হতাশার সাগরে নিমজ্জিত করে ট্রফি উচ্ছ্বাসে মাতোয়ারা হয়েছিল লস ব্লাংকোরা। শিরোপা জেতার অভিন্ন স্বপ্ন বুকে লালন করে আজ রাতে আবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই জায়ান্ট। জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি মাঠে আজ রাত ১টায় অনুষ্ঠিত হবে ২০২৬ সালের প্রথম এল ক্লাসিকো।

নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকোর বিদায়ঘণ্টা বাজিয়ে ফাইনালের টিকিট কেটেছে রিয়াল। চোটের জন্য ম্যাচটা খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। রিয়াল সমর্থকদের জন্য সুখবর হচ্ছে, এল ক্লাসিকোর আগে সৌদি আরবে উড়ে গেছেন ফ্রেঞ্চ তারকা।

ফাইনালেও কি খেলবেন তিনি? উত্তরে রিয়াল কোচ আলনসো জানালেন, সতর্ক সিদ্ধান্ত নেবেন তাঁরা, ‘তবে কোচিং স্টাফ, ডাক্তার ও খেলোয়াড়ের সঙ্গে মিলে সিদ্ধান্ত নিতে হবে।

সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা মোটেও আত্মঘাতী হব না। আজ (গতকাল) অনুশীলন করার পর আমাদের কাছে সব তথ্য এলে আমরা বুঝতে পারব সে শুরু থেকে খেলতে পারবে, না কিছুটা সময়।’

এল ক্লাসিকোতে বার্সেলোনার সাম্প্রতিক রেকর্ড ঈর্ষণীয়! রিয়ালের বিপক্ষে সর্বশেষ পাঁচ দ্বৈরথে চারবারই কাতালানরা করেছে জয়োৎসব। অবশ্য সর্বশেষ ক্লাসিকোতে জয়ী দলটি ছিল রিয়াল।

লস ব্লাংকোদের কাছে ওই হারের পর ঘরোয়া প্রতিযোগিতায় হারেনি হ্যান্সি ফ্লিকের দল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জেতার গগনচুম্বী আত্মবিশ্বাস সঙ্গী করেই আরেকটি শিরোপা জেতার মিশনে নামছে কাতালানরা। রিয়াল কি পারবে ছন্দে থাকা বার্সাকে হতাশায় ডুবিয়ে গত বছরের ফাইনালের বদলা নিয়ে ট্রফিতে চুমু আঁকতে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *