Football

১০-১ গোলে ম্যানচেস্টার সিটির জয়, ৮ খেলোয়াড় পেলেন জালের দেখা

এফএ কাপের তৃতীয় রাউন্ডে রীতিমতো শক্তির মহড়া দেখাল ম্যানচেস্টার সিটি। এতিহাদ স্টেডিয়ামে শনিবার লিগ ওয়ানের দল এক্সেটার সিটিকে ১০-১ গোলে বিধ্বস্ত করেছে পেপ গার্দিওলার শিষ্যরা। 

দলে যোগ দিয়েই গোল দিয়ে অভিষেক রাঙিয়েছেন অঁতোয়ান সেমেনিও। এদিকে, দীর্ঘ ২০ মাস পর গোলের দেখা পেয়েছেন রদ্রি, আর রিকো লুইস করেছেন জোড়া গোল।

সিটির হয়ে প্রথম সিনিয়র গোল করেন তরুণ ম্যাক্স অ্যালেইন। এ ছাড়া দুটি আত্মঘাতী গোলের পাশাপাশি তিজানি রেইনডার্স, নিকো ও’রাইলি ও ১৭ বছর বয়সী রায়ান ম্যাকআইডুও গোলের খাতায় নাম লেখান। এক্সেটারের একমাত্র সান্ত্বনার গোলটি আসে ম্যাচের শেষ দিকে জর্জ বার্চের দুর্দান্ত শটে।

প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ ড্রয়ের হতাশার পর এবং মাঝ সপ্তাহে কারাবাও কাপের সেমিফাইনাল সামনে রেখে সিটির জন্য এটি ছিল প্রত্যাশামতোই স্বস্তির এক বিকেল।

১৯৮৭ সালে হাডার্সফিল্ডের বিপক্ষে একই ব্যবধানে জয়ের পর এটি তাদের সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৯ সালে বার্টনের বিপক্ষে ৯-০ গোলে জিতেছিল সিটি।

এক ম্যাচের নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে ছিলেন না সিটি কোচ পেপ গার্দিওলা। তবে একাদশ নির্বাচনেই স্পষ্ট ছিল, ম্যাচটিকে হালকাভাবে নেওয়ার কোনো ইচ্ছা তার নেই।

ছয়টি পরিবর্তন আনলেও একাদশ ছিল শক্তিশালী। এছাড়া, ৬ কোটি ২৫ লাখ পাউন্ডে বোর্নমাউথ থেকে আসা সেমেনির অভিষেক হয় ম্যাচে। শুরুর একাদশে ছিলেন রদ্রি ও আর্লিং হলান্ডও। প্রথমবারের মতো সিটির হয়ে মাঠে নামেন ম্যাকআইডু। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *