CricketSA20

চমক রেখে আফগানিস্তান সিরিজের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

বিশ্বকাপের আগে চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে তারা। ঘোষিত দলে অনেক পরিচিত মুখই বাদ পড়েছে। আগামী ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।

চলমান এসএ২০ লিগে ব্যস্ত থাকায় নিয়মিত টি–টোয়েন্টি অধিনায়ক শাই হোপ, অভিজ্ঞ অলরাউন্ডার রোস্টন চেজ, স্পিনার আকিল হোসেন ও ব্যাটার শেরফেন রাদারফোর্ডকে এই সিরিজের দলে রাখা হয়নি। হোপের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে ব্র্যান্ডন কিংকে। এর আগেও তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি–টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ২০২৪ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ উল্লেখযোগ্য।


চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার শামার জোসেফ ও ওপেনার এভিন লুইস। তবে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ২০২৫ সালের শেষ দিকে চোটে পড়া আলজারি জোসেফকে এবারও বিশ্রামে রাখা হয়েছে।

এদিকে, সবশেষ ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দারুণ পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন কুয়েন্টিন স্যাম্পসন। বিশ্রামে থাকা রোভম্যান পাওয়েলের পরিবর্তে তিনি দলে সুযোগ পেয়েছেন।


আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি–টোয়েন্টি দল

ব্র্যান্ডন কিং (অধিনায়ক), আলিক অ্যাথানেজ, কেসি কার্টি, জনসন চার্লস, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, খারি পিয়েরে, কুয়েন্টিন স্যাম্পসন, জেডেন সিলস, র‍্যামন সিমন্ডস, শামার স্প্রিংগার ও শিমরন হেটমায়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *