Cricket

ভারতে বিশ্বকাপ না খেলার দাবিতে অনড় বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল স্পষ্ট করেছে যে আসন্ন আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বদলে বাংলাদেশের ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়ে পাঠানো তাদের দ্বিতীয় চিঠির বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনো আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দিনের শুরুতে আইসিসির একটি যোগাযোগের কথা উল্লেখ করায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।

সন্ধ্যায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ‘আজ (গতকাল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যে চিঠির কথা উল্লেখ করেছেন, তা আসলে আইসিসির সিকিউরিটি বিভাগের সঙ্গে বিসিবির অভ্যন্তরীণ যোগাযোগ, যেখানে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের দলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে আলোচনা হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘এটি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরানোর অনুরোধের বিষয়ে আইসিসির কোনো আনুষ্ঠানিক জবাব নয়।

এর আগে দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেখানে তিনি আইসিসির নিরাপত্তা দলের একটি চিঠির কথা উল্লেখ করেন, যা তার মতে, বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টুর্নামেন্টটি নিয়ে তিনি এই মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, ‘নতুন কোনো অগ্রগতি হয়নি।

আমরা দুটি চিঠি পাঠিয়েছি। চিঠি পাঠানোর পর এখন আমরা আইসিসির জবাবের অপেক্ষায় আছি। তবে একটি বিষয় আপনাদের জানানো প্রয়োজন। আইসিসির নিরাপত্তা দল একটি চিঠি পাঠিয়েছে, যেখানে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে, যেগুলো বাংলাদেশের দলের জন্য নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে।

তিনি আরো বলেন, ‘প্রথমত, যদি মুস্তাফিজ [রহমান] দলে থাকেন। দ্বিতীয়ত, যদি বাংলাদেশের সমর্থকরা জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করেন। আর তৃতীয়ত, নির্বাচন যত ঘনিয়ে আসবে, বাংলাদেশের দলের জন্য নিরাপত্তা ঝুঁকিও তত বাড়বে।’

এ বিষয়ে তিনি যোগ করেন, ‘আইসিসির নিরাপত্তা দলের এই বক্তব্য প্রমাণ করে যে, ভারতের পরিস্থিতি বাংলাদেশের ক্রিকেট দলের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার উপযোগী নয়। যদি আইসিসি আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল গঠনের কথা বলে, আমাদের সমর্থকরা জার্সি পরতে না পারে এবং ক্রিকেটের জন্য বাংলাদেশের নির্বাচন পেছাতে বলে, তাহলে এর চেয়ে অযৌক্তিক, অবাস্তব ও অগ্রহণযোগ্য প্রত্যাশা আর হতে পারে না।

এরপর তিনি আবারও আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানান, কারণ দেশটি এই আসরের সহ-আয়োজক।

তিনি বলেন, ‘আমাদের বিশ্বাস, ভারতের বর্তমান সাম্প্রদায়িক পরিস্থিতি এবং বাংলাদেশবিরোধী মনোভাব, বিশেষ করে গত ১৬ মাস ধরে চলমান ধারাবাহিক বাংলাদেশবিরোধী প্রচারণা, বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব করে তুলেছে।’

তিনি আরো বলেন, ‘আইসিসি যদি সত্যিই একটি বৈশ্বিক সংস্থা হয় এবং অন্ধভাবে ভারতের নির্দেশনা অনুসরণ না করে, তাহলে তাদের উচিত আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলার সুযোগ দেওয়া। এই অবস্থান থেকে আমরা সরে আসব না।’

বিসিবির আনুষ্ঠানিক ব্যাখ্যার আগে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আসিফ নজরুল যে চিঠির কথা বলেছেন, সেটি আসলে ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারতের নিরাপত্তা ঝুঁকি নিয়ে করা একটি আন্তঃবিভাগীয় নোট’, আইসিসির কোনো আনুষ্ঠানিক জবাব নয়।

এর আগে বৃহস্পতিবার বিসিবি আইসিসিকে দ্বিতীয় চিঠি পাঠায়, যেখানে ভারতের সফর নিয়ে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ বিস্তারিতভাবে তুলে ধরা হয়। প্রথম চিঠির জবাবে আইসিসি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাইলে এই দ্বিতীয় চিঠি পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *