শাবির বিদায়ের পর রিয়াল ফুটবলারদের আবেগঘন বার্তা
স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে হারের পরের দিন-ই শাবি আলোনসোকে বরখাস্ত করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির সঙ্গে সাত মাসের সম্পর্ক ছিন্নের পর ফুটবলাররা কোচের উদ্দেশ্যে বিদায়ী বার্তা দিয়েছেন।

কার্লো আনচেলত্তি চলে যাওয়ার পর গত বছরের জুনে রিয়ালের দায়িত্ব নেন ক্লাবটির সাবেক ফুটবলার আলোনসো। স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমে তখন লেখা হয়েছিল, ঘরের ছেলে ঘরে ফিরেছেন। কিন্তু ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত বেয়ার লেভারকুসেনকে যেমন সাফল্য এনে দিয়েছেন আলোনসো, সেটার অনুবাদ রিয়ালে করতে পারছিলেন না।
তার ফলাফলে সন্তুষ্ট হতে না পারায় অবশেষে রিয়াল তাকে বরখাস্ত করে। আলোনসোকে বরখাস্ত করে এক বিবৃতিতে রিয়াল জানায়, ‘রিয়াল মাদ্রিদ জানাচ্ছে যে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে, মূল দলের কোচ হিসেবে শাবি আলোনসোর অধ্যায় এখানেই শেষ।’
এদিকে আলোনসোর বিদায়ের পর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে তার উদ্দেশ্যে আবেগঘন বার্তা দেন এমবাপ্পে। ফরাসি এই তারকা লিখেছেন, ‘সময়টা যদিও ছোট ছিল, তবে আপনার জন্য খেলতে পারা এবং আপনার কাছ থেকে শেখা সত্যিই আনন্দের ছিল। প্রথম দিন থেকেই আমাকে আত্মবিশ্বাস দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আপনাকে মনে রাখব এমন একজন ম্যানেজার হিসেবে, যার স্পষ্ট ধারণা ছিল এবং ফুটবল সম্পর্কে অনেক কিছুই জানতেন যিনি। আপনার পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা।’
রিয়াল মাদ্রিদের ফরাসি মিডফিল্ডার অরলিয়েন চুয়ামেনি আলোনসোকে ‘সর্বোৎকৃষ্ট কোচদের একজন’ হিসেবে উল্লেখ করলেন। আর আর্দা গুলের একটি আবেগঘন বার্তা শেয়ার করলেন, যেখানে কোচের তার উন্নয়নে প্রভাব তুলে ধরা হয়। তুর্কি এই মিডফিল্ডার লিখেছেন, ‘প্রতিটি আলাপ, সব খুঁটিনাটি, প্রতিটি অনুরোধ আমাকে আমার খেলার মান উন্নয়নে সাহায্য করেছে। আপনার বিশ্বাস আমাকে আরও ভালো খেলোয়াড় বানিয়েছে। আপনার প্রভাব চিরকাল আমার সঙ্গে থাকবে।’
শাবির অধীনে লা লিগায় ১৯ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে আছে রিয়াল, শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে পিছিয়ে ৪ পয়েন্টে। এদিকে চ্যাম্পিয়ন্স লিগেও সাত নম্বরে রয়েছে টুর্নামেন্টটির সবচেয়ে সফল দলটি।
