অবসরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার আট বিশ্বকাপজয়ী কিংবদন্তি

মেয়েদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেটার অ্যালিসা হিলি। অস্ট্রেলিয়ার হয়ে আটবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অবিশ্বাস্য গৌরব অর্জন করেছেন। বিশ্বকাপের দুই সংস্করণে হয়েছেন সেরা ক্রিকেটার। ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ব্যাটার এবার বিদায়ের ঘোষণা দিলেন।
ট্রিপল এম ক্রিকেটের ‘উইলো টক’ পডকাস্টে অবসরের ঘোষণা দেন হিলি।
পডকাস্টে অস্ট্রেলিয়ান অধিনায়ককে জিজ্ঞেস করা হয়, ‘তুমি কিছু জানাতে চাও আমাদের…।’ জবাবে হিলি বললেন, ‘এভাবে শুরু করব ভাবিনি, ভেবেছিলাম শেষে বলব।’ তারপর আসে বিদায়ের ঘোষণা, ‘আনুষ্ঠানিকভাবে আমি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি ভারতের বিপক্ষে সিরিজ শেষে।’
ঘরের মাঠে আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারতের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। তবে টি-টোয়েন্টিতে খেলবেন না হিলি। তিন ওয়ানডের পর একমাত্র টেস্ট ম্যাচটি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দেবেন ৩৬ ছুঁইছুঁই ব্যাটার।
ওয়াকায় আগামী ৬ মার্চ শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচ। সেটিই হবে হিলির ক্যারিয়ারের শেষ ম্যাচ।
সাফল্যময় ক্যারিয়ারে এখন পর্যন্ত ১০ টেস্ট, ১২৩ ওয়ানডে ও ১৬২ টি-টোয়েন্টি খেলেছেন হিলি। তিন ফরম্যাট মিলিয়ে ৮ সেঞ্চুরি ও ৩৮ ফিফটিতে ৭ হাজারের বেশি রান করেছেন মারকুটে উইকেটরক্ষক-ব্যাটার।
এছাড়া দলীয় সাফল্যেও অনেক ক্রিকেটারের চেয়ে অনেক বেশি এগিয়ে হিলি। ২০১০ সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি জেতেন প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০ ও ২০২৩ সালের ট্রফিও জেতেন তিনি।
এছাড়া ২০১৩ ও ২০২২ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতার গৌরবও অর্জন করেন হিলি। ২০১৮ ও ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের স্বীকৃতি পান তিনি।
তার স্বামীও ক্রিকেটাঙ্গনের পরিচিত ও কিংবদন্তিদের একজন, অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক।
