Cricket

জ্যোতির ঝড়ের পর রাবেয়ার ঘূর্ণি

বিশ্বকাপ বাছাইয়ের মূল পর্ব শুরুর আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাট-বলে আলো ছড়ালেন নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি, রাবেয়া খানরা। তাদের দ্যুতিতে নেদারল্যান্ডস নারী দলের বিপক্ষে সহজেই জিতল বাংলাদেশের মেয়েরা। 

নেপালের কীর্তিপুরে বুধবার সকালে ডাচদের ২৬ রানে হারায় বাংলাদেশ। আগে ব্যাট করে ৩ উইকেটে ১৫১ রান করে জ্যোতির দল। জবাবে ৭ উইকেটে ১২৫ রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ডস।

প্রস্তুতি ম্যাচে সাধারণত নির্দিষ্ট একাদশ থাকে না। স্কোয়াডের ১৫ জনের সবাইকেই ঘুরিয়ে-ফিরিয়ে ব্যাটিং বোলিং করানো যায়। ব্যাটিংয়ের ক্ষেত্রে সেই পথে হাঁটেনি বাংলাদেশ। তবে বোলিংয়ে ৮ জনকে ব্যবহার করেছে তারা। 

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা তেমন ভাল ছিল না। প্রথম ওভারে ফিরে যান দিলারা আক্তার দোলা (৬ বলে ৬)। চতুর্থ ওভারে এই পথ ধরেন এবারই প্রথম স্কোয়াডে ডাক পাওয়া জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা (৫ বলে ২)। 

দলের সংগ্রহ তখন মাত্র ১২ রান। এরপর ম্যারাথন জুটি গড়েন জ্যোতি ও সোবহানা। দুজন মিলে ১০১ বলে যোগ করেন ১৩৯ রান। ইনিংসের শেষ বলে রান আউট হন ৪ চার ও ১ ছক্কায় ৫৮ বলে ৫৯ রান করা সোবহানা। 

শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৯ চার ও ১ ছক্কায় মাত্র ৫১ বলে ৭৫ রান করেন জ্যোতি।

পরে বল হাতে লেগ স্পিনের জাদু দেখান রাবেয়া। ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে তিনি নেন ৩টি উইকেট। এছাড়া পেস বোলিং অলরাউন্ডার রিতু মনি নেন ২ উইকেট। নাহিদা আক্তার ও ফাহিমা খাতুনের শিকার ১টি করে। 

ডাচদের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন স্টেয়ার ক্যালিস। এছাড়া ওপেনার ফিবি মোল্কেনবোরের ব্যাট থেকে আসে ২৮ রান।

মূল পর্ব শুরুর আগে শুক্রবার দুপুরে থাইল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরে ১৮ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বাছাইপর্বের মিশন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১৫১/৩ (দিলারা ৬, জুয়াইরিয়া ২, সোবহানা ৫৯, জ্যোতি ৭৫*; জুইলিং ৪-০-২১-১, হিদার সিগার্স ৪-০-২৩-০, রিজক ১-০-৪-১, ডি ল্যাঙ্গে ৩-০-২৯-০, ফন ডার ওনিং ৩-০-২৩-০, সিলভার সিগার্স ৩-০-২৪-০, লান্ধির ২-০-২৬-০) 

নেদারল্যান্ডস: ২০ ওভারে ১২৫/৭ (হিদার সিগার্স ৭, মোল্কেনবোর ২৮, ডে লেডে ১৩, ্ক্যালি ৩১, রিজক ১৫, রাদ ১০, জুইলিং ১৫*, খুরানা ৩, ডি ল্যাঙ্গে ২*; নাহিদা ৪-০-২৩-১, মেঘলা ৪-০-২৮-০, সুলতানা ১-০-৯-০, তৃষ্ণা ১-০-৯-০, রাবেয়া ৪-০-১৭-৩, ফাহিমা ২-০-১১-১, স্বর্ণা ১-০-১১-০, রিতু ৩-০-১৭-২)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *