নারী হকির ফাইনাল পেছালো এক দিন

ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে আজ মঙ্গলবার দুটি খেলা হয়। প্রথম খেলায় চার নম্বর জোনকে (চট্টগ্রাম ও সিলেট) ১-০ গোলে হারায় রাজশাহী ও রংপুরকে নিয়ে গড়া এক নম্বর জোন। জয়ী দলের হয়ে খেলার ৭ মিনিটে রানী আক্তার রিয়া মনি পিসি গোল করে দলকে এগিয়ে দেয়। জয়সূচক গোলে ম্যাচ সেরাও হয়েছেন তিনি।
পল্টনের মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় খেলায় ঢাকা ও ময়মনসিংহকে নিয়ে গড়া দুই নম্বর জোনকে ১২-০ ব্যবধানে হারায় বিকেএসপি। দলটি খেলছে ৫ নম্বর জোন হিসেবে। ম্যান অব দ্যা ম্যাচ হন বিকেএসপির খেলোয়াড় রিয়াসা আক্তার রিশি।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এদিন খেলায় এক মিনিট করে নীরবতা পালন করা হয়। একই সঙ্গে কোরআন খতমের ব্যবস্থা করা হয়।
সরকার আগামীকাল বুধবার জাতীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা করায় অপরাজেয় আলো নারী হকির ফাইনাল খেলাটি আগামী পহেলা জানুয়ারি টার্ফে গড়াবে।
ফাইনালে অংশগ্রহণ করবে বিকেএসপি বনাম ঢাকা ও ময়মনসিংহকে নিয়ে গড়া জোন দুই।
