বেতন ভাতা নিয়েও ঠকলেন আলোনসো

সান্তিয়াগো বার্নাব্যুতে জাবি আলোনসো অধ্যায় শেষ। চুক্তির সাত মাসও টিকতে পারেননি তিনি। ক্লাবের সঙ্গে সমাঝোতার ভিত্তিতে সোমবার চাকরি ছাড়েন জাবি।
জাবির বিদায়ের দিন ক্লাব একাডেমির কোচ আলভারো আরবেলোয়াকে নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। দীর্ঘ সময় ধরে বার্নাব্যুর ক্লাবের হয়ে খেলেছেন তিনি। পরে যোগ দেন একাডেমির কোচ হিসেবে।
আলোনসো বিদায় নিলেও আলোচনা চলছে তাঁর বেতন-ভাতা নিয়ে। তিন বছরের চুক্তিতে বায়ার লেভারকুসেন থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই স্পেনিয়ার্ড পাবেন কেবল এক বছরের টাকা।
তিন বছরের চুক্তি হলেও কেন মাত্র এক বছরের টাকা পাবেন আলোনসো, মূলত এটা নিয়েই সামাজিক মাধ্যমে লেখালিখি।
রিয়ালের চুক্তিপত্রে উল্লেখ ছিল চাকরির প্রথম বছরের যদি ছাঁটাই হন বা বিদায় নেন আলোনসো, সেক্ষেত্রে শুধুই প্রথম বছরের টাকা পাবেন তিনি। যদি দ্বিতীয় বা তৃতীয় বছরের শুরুতে তার বিদায় ঘটে, সেক্ষেত্রে আলোনসোকে পুরো তিন বছরের টাকা পরিশোধ করতে হতো রিয়ালের।
