আইসিসির সঙ্গে বিসিবির ভিডিও কনফারেন্স, সিদ্ধান্তের অপেক্ষা

আগামী মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চলমান অনিশ্চয়তা নিরসনে বিসিবির সঙ্গে ভিডিও কনফারেন্স করেছে আইসিসি। তবে কোনো সমাধান এখনও মেলেনি। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে আরও একবার নিজেদের অবস্থান জানিয়েছে বিসিবি।
মঙ্গলবার দুপুরে হওয়া এই ভিডিও কনফারেন্সে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহ-সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন, ক্রিকেট অপ্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি অংশ নিয়েছিলেন।
ভিডিও কনফারেন্সে আলোচনার সময় ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তের পক্ষে তাদের অবস্থান আবার তুলে ধরে বিসিবি। এর পেছনে নিরাপত্তাজনিত উদ্বেগের কথাও উল্লেখ করে।
একই সঙ্গে বাংলাদেশ দলের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচনার জন্য আইসিসির কাছে তাদের অনুরোধও পুনর্ব্যক্ত করে বোর্ড।
বিপরীতে আইসিসি জানায়, টুর্নামেন্টের সূচি এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। এর প্রেক্ষিতে বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার অনুরোধ করে আইসিসি। তবে বিসিবি তাদের অবস্থানে অনড় থাকে।
এসময় উভয় পক্ষই সম্ভাব্য সমাধান খুঁজে বের করতে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়।
ক্রিকেটার, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার ব্যাপারে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ এবং বিষয়টির গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে আইসিসির সঙ্গে গঠনমূলকভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
