নিলাম হচ্ছে না লঙ্কা প্রিমিয়ার লিগে

চলতি বছরের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলোয়াড় নিলাম হবে না। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, ড্রাফট পদ্ধতিতে দল গোছাবে ফ্র্যাঞ্চাইজিরা। আগামী ২২ মার্চ খেলোয়াড় ড্রাফট হবে।
এলপিএলের ষষ্ঠ সংস্করণ আগামী ৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত হবে। শ্রীলঙ্কা ক্রিকেটের পছন্দের এই সময়সূচিতেই টুর্নামেন্টটি আয়োজন করা হচ্ছে। আগে ২০২৫ সালের ডিসেম্বরের শুরুতে আয়োজনের পরিকল্পনা ছিল তাদের। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু প্রস্তুতির কারণে সেটি পিছিয়ে দেওয়া হয়।
২০২২ সালের পর এবারই প্রথম এলপিএলে ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় বাছাই করা হচ্ছে। এর আগের দুই মৌসুমে নিলামের মাধ্যমে দল গোছায় ফ্র্যাঞ্চাইজিরা। শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ড্রাফটের মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিগুলো স্থানীয় ও বিদেশি—উভয় ধরনের খেলোয়াড়ই বেছে নিতে পারবে। এলপিএলকে শ্রীলঙ্কার প্রধান ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা হিসেবে উল্লেখ করে বোর্ড জানিয়েছে, ড্রাফট প্রক্রিয়া টুর্নামেন্ট পরিচালনায় একটি কার্যকর ব্যবস্থা হিসেবে বিবেচিত হয়েছে।
টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার আগে ষষ্ঠ একটি দল অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছিল। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি। এলপিএলের প্রথম পাঁচ মৌসুমেই পাঁচটি দল অংশ নিয়েছে—কলম্বো, গল, ক্যান্ডি, ডাম্বুলা ও জাফনা।
এর আগে চলতি বছর শ্রীলঙ্কা ক্রিকেট চুক্তিগত বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হওয়ায় জাফনা কিংস ও কলম্বো স্ট্রাইকার্সের ফ্র্যাঞ্চাইজি বাতিল করে দেয়। জাফনা কিংস ছিল টুর্নামেন্টের অন্যতম পুরোনো ফ্র্যাঞ্চাইজি, যারা দ্বিতীয় মৌসুম থেকে নিয়মিত অংশ নিচ্ছিল। এই সিদ্ধান্তের ফলে বর্তমানে এলপিএলে ২০২৪ সালের আগের কোনো মালিকানা ধরে রাখা ফ্র্যাঞ্চাইজি নেই।
এখনো পর্যন্ত জাফনা ও কলম্বো দলের নতুন মালিকদের নাম ঘোষণা করা হয়নি বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
