অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে রাজবাড়ী ও ঢাকা

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের পর দিনের প্রথম ম্যাচে ফরিদপুর ও শরীয়তপুর জেলার মধ্যকার খেলাটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে। পরের ম্যাচে রাজবাড়ী জেলা ২–১ গোলে ঢাকা জেলাকে পরাজিত করে। তাতে অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপের ধলেশ্বরী জোনে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে রাজবাড়ী। হেরে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চার নিশ্চিত করে ঢাকা।
রাজবাড়ীর বিপক্ষে ম্যাচের শুরুতেই লিড নেয় ঢাকা। ১৩ মিনিটে শিশির রাজবংশী প্রতি আক্রমণে উঠে দলকে এগিয়ে নেন। ২১ মিনিটে সমতায় ফেরে রাজবাড়ী। নাসিম খানের নেওয়া কর্নার কিক থেকে সামিউল হাসান হেডে গোল করেন।
দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে বা-প্রান্ত দিয়ে আক্রমণে ওঠা রেদয়ান সরদারের ক্রসে আরাফাত শিকদার গোল করে রাজবাড়ীকে এগিয়ে দেন। ম্যাচের বাকি সময়ে ঢাকা আপ্রাণ চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি। যদিও উভয় দলই একাধিক গোলের সুযোগ তৈরি করে, তবে সফল হতে পারেনি কেউ।
এই জয়ের মাধ্যমে রাজবাড়ী ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে। ঢাকা জেলা ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
