Cricket

অস্বচ্ছলতার বাধা পেরোতে ক্রিকেটারের পাশে বিসিবি

পরিবারের ন্যূনতম ভরণপোষণই যেখানে প্রতিদিনের লড়াই, সেখানে ক্রিকেট হয়ে ওঠে বিলাসিতা। এমনই কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সাবেক পেসার শাহিন আলম। তাঁর এমন দুর্দিনে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তরুণ এই ক্রিকেটারকে ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা।

মঙ্গলবার শাহিন আলমের হাতে চেক তুলে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন বোর্ডের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ এবং পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শাহিন আলম। সময়ের সঙ্গে সঙ্গে চোট এবং পারিবারিক আর্থিক সংকটে ক্রিকেট থেকে ছিটকে যান তিনি। দীর্ঘ বিরতির পর চলতি ডিপিএলে তিনটি ম্যাচ খেলে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার চেষ্টা করছেন এই পেসার। সামনে আরও নিয়মিত হওয়ার লক্ষ্যে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন তিনি।

বিসিবির এই আর্থিক সহায়তা শুধু একজন ক্রিকেটারের জন্য স্বস্তি নয় বরং তাঁর কঠিন পথচলায় নতুন করে আলো দেখার অনুপ্রেরণাও। দেশের ক্রিকেটে এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *