CricketIPL

কলকাতার পেসারকেও ভিসা দিল না ভারত

নিরাপত্তা ইস্যুতে টানাপড়েন চলছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে। সমাধান টানতে গিয়ে ভালোই বিপাকে পড়েছে আইসিসি। 

এমন কঠিন পরিস্থিতিতে দুঃসংবাদ পেয়েছেন যুক্তরাষ্ট্রের পেসার আলি খান। ভারতের ভিসার জন্য আবেদন করে তিনি প্রত্যাখ্যান হয়েছেন।

ভিসা না পাওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি। 

আলির ভিসা না পাওয়ার পেছনের কারণ ধারণা করা হচ্ছে তার পরিচয়। ৩৫ বছর বয়সী পেসার একজন পাকিস্তানি বংশোদ্ভূত। ভিসা না পাওয়ার বিষয়টি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে বন্ধুর সঙ্গে ছবি দিয়ে ভারতীয় ভিসা না পাওয়ার বিষয়টা জানান।

আলির এই স্টোরি শেয়ার করে যুক্তরাষ্ট্রের সাংবাদিক পিটার ডেলা পেনা জানিয়েছেন, ভারতীয় ভিসা পাননি যুক্তরাষ্ট্রের আরো তিন ক্রিকেটার। তারাও পাকিস্তানি বংশোদ্ভূত। তারা হচ্ছেন—শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মাদ মহসিন।

নিজের এক্সে পিটার ডেলা পেনা লিখেছেন, ‘আলি খানের ইনস্টাগ্রাম স্টোরি অনুযায়ী, আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে দলের সঙ্গে ভ্রমণের জন্য ভারতীয় ভিসার আবেদন করেন যুক্তরাষ্ট্রের পেসার।

তবে তা প্রত্যাখ্যান করা হয়েছে। সঙ্গে শায়ান জাহাঙ্গির, এহসান আদিল ও মোহাম্মাদ মহসিনেরও। তাতে সুপার এইটে ওঠার সম্ভাবনায় বড় ধাক্কা যুক্তরাষ্ট্রের।’

এখনো অবশ্য বিশ্বকাপের দল ঘোষণা করেনি যুক্তরাষ্ট্র। তবে এই চার ক্রিকেটার দলটির গুরুত্বপূর্ণ সদস্য।

অথচ ভিসা না পাওয়া আলি ২০২০ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ম্যাচ খেলতে ভারতে এসেছিলেন। যদিও চোটের কারণে মাঠে নামা হয়নি। শাহরুখ খানের মালিকানাধীন অন্য ফ্র্যাঞ্চাইজি দলেও খেলেছেন যুক্তরাষ্ট্রের পেসার। 

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভিসা পাওয়ার এই জটিলতা নতুন নয়। এর আগে উসমান খাজা, রেহান আহমেদ ও শোয়েব বশিরদেরও এই সমস্যায় পড়তে হয়েছে। সমালোচনার পরে তারা অবশ্য ভিসা পেয়ে ভারতে ম্যাচও খেলেছেন। এখন দেখার বিষয় এই চার ক্রিকেটার যুক্তরাষ্ট্রের দলে সুযোগ পেলে ভিসা পাননি কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *