ক্যারিয়ার ইতি টানলেন পিএসজি ও লিভারপুলে খেলা ফ্রান্স সেন্টারব্যাক

মামাদু সাখোর বয়স ৩৫ বছর। চাইলে আরও কয়েকবছর খেলা চালিয়ে যেতে পারতেন। তবে এখনই ক্যারিয়ার ইতি টানলেন ফ্রান্সের সাবেক এই সেন্টারব্যাক।
মামাদু সবশেষ ক্লাব ছিল জর্জিয়ার তরপেদো কুতাইসাই। ক্রিস্টাল প্যালেস থেকে লোনে ২০২৪ সালে যোগ দেন জর্জিয়ার সর্বোচ্চ স্তরের এই ক্লাবে। যদিও তাঁর উত্থান হয়েছিল লিভারপুল একাডেমিতে। সেখান থেকে ২০১১ সালে যোগ দেন প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি)। ফরাসি জায়ান্ট ক্লাবের হয়ে ১৯১টি ম্যাচ খেলেছেন মামাদু।
২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত লিভারপুলে দারুণ সময় কাটান মামাদু। অ্যানফিল্ডের ক্লাবে মোট ৮০টি ম্যাচ খেলেছেন তিনি। এরপরই ক্রমান্বয়ে ফর্ম হারাতে থাকেন। সবশেষ জর্জিয়ার ক্লাব তরপেদোতে যোগ দেন। আর আজ নেন অবসর।
ফ্রান্সের বয়সভিত্তিক দলে এবং জাতীয় দলে খেলেছেন মামাদু। জাতীয় দলের হয়ে ২৯টি ম্যাচ খেলেছেন তিনি। আর অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৫টি।
ক্যারিয়ারে পিএসজির হয়ে সবচেয়ে বেশি সফল ছিলেন মামাদু। লিগ ওয়ান, কোপা দে লা লিগ ও কোপা দে ফ্রান্স জিতেছেন তিনি।
