Cricket

আফগান ক্রিকেটে নতুন নীতি, ক্ষতির মুখে রশিদ খানরা

ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আফগানিস্তানের অনেক ক্রিকেটারই এখন নিয়মিত মুখ। বিশ্বের বিভিন্ন লিগে রশিদ খান, মুজিব উর রহমানরা দাপিয়ে বেড়াচ্ছেন। তবে এবার তাদের লাগাম টেনে ধরছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 

আফগান ক্রিকেট একটি নীতি অনুমোদন করেছে, যার মাধ্যমে তাদের খেলোয়াড়দের প্রতি বছরে মাত্র তিনটি আন্তর্জাতিক লিগে খেলার সুযোগ থাকবে। এর পাশাপাশি তারা বোর্ডের নতুন পাঁচ-দলীয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগেও অংশগ্রহণ করতে পারবেন। যা আনুমানিক ২০২৬ সালের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে। এটি কাবুলে অনুষ্ঠিত বোর্ডের বার্ষিক সাধারণ সভায় নেওয়া ‘মূল নীতি সিদ্ধান্তগুলোর’ মধ্যে একটি।

এসিবি এর বিবৃতিতে বলা হয়েছে, ‘খেলোয়াড়দের ফিটনেস এবং মানসিক সুস্থতা রক্ষার লক্ষ্যে, বোর্ড বিদেশি লিগ সম্পর্কে নতুন একটি নীতি অনুমোদন করেছে। এখন থেকে খেলোয়াড়রা আফগানিস্তান প্রিমিয়ার লিগ (এপিএল)-এ খেলতে পারবেন, এছাড়া প্রতি বছরে কেবল তিনটি আন্তর্জাতিক লিগে অংশগ্রহণ করতে পারবেন। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো খেলোয়াড়দের ওয়ার্কলোড নিয়ন্ত্রণ করা এবং জাতীয় দলের জন্য সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিত করা।’

আফগানিস্তানের ক্রিকেটে এই নীতির ফলে রশিদ খান-এর মতো উচ্চ চাহিদাসম্পন্ন টি-টোয়েন্টি খেলোয়াড় আর্থিক ক্ষতির মুখোমুখি হতে পারেন। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারী বোলার রশিদ বর্তমানে এসএ ২০ লিগে এমআই কেপ টাউনের হয়ে খেলছেন, ফ্রাঞ্চাইজিটির অধিনায়ক তিনি। এছাড়া এমআই অন্যান্য ফ্র্যাঞ্চাইজি—এমআই এমিরেটস এবং এমআই নিউ ইয়র্ক (এমএলসি)-এরও গুরুত্বপূর্ণ খেলোয়াড় ২৭ বছর বয়সী এই লেগ স্পিনার। আইপিএলে গুজরাট টাইটানসের খেলোয়াড় তিনি।

রশিদ খান ছাড়াও এই নীতি নূর আহমদ, মুজিব উর রহমান, এএম গাজানফার এবং রহমানউল্লাহ গুরবাজের মতো খেলোয়াড়দের ওপরও প্রভাব ফেলতে পারে, যাদের বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে চাহিদা রয়েছে। 

ক্রিকেটারদের ওপর দেশগুলোর বোর্ডের ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণে সীমাবদ্ধতা আরোপ করার বিষয় নতুন কিছু নয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের খেলোয়াড়দের পাকিস্তান সুপার লিগ (পিএসএল)  ছাড়া কেবল দুটি লিগে অংশগ্রহণের অনুমতি দেয়।

আফগানিস্তানের পরবর্তী আন্তর্জাতিক সূচি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সংযুক্ত আরব আমিরাতে ক্যারিবিয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর তারা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *