এফএ কাপ
তৃতীয় স্তরের ক্লাবকে উড়িয়ে চতুর্থ রাউন্ডে লিভারপুল
লিগে প্রত্যাশিত পারফর্ম করতে না পারলেও, এফএ কাপে উড়ছে লিভারপুল। তৃতীয় স্তরের ক্লাব বার্নসলিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে অলরেড।

প্রিমিয়ার লিগে একেবারেই ছন্নছাড়া লিভারপুল। শিরোপার রেসে আর্সেনালের সঙ্গে ব্যবধান ১৪ পয়েন্ট। তবে, এফএ কাপে সমর্থকদের হতাশ করেনি আর্নে স্লটের দল। আগেরদিন ফেবারিট ম্যানচেস্টার ইউনাইটেডের মতো দল ছিটকে গেলেও কক্ষপথেই ছিলো লিভারপুল। তৃতীয় রাউন্ডে তাদের সামনে ইংল্যান্ডের তৃতীয় স্তরের দল বার্নসলি। প্রতিপক্ষের অতীত পারফরম্যান্স বিশ্লেষন করে নয়, নিজেদের স্বাভাবিক খেলার দিকেই মনোযোগ দেয় অল রেডরা।
শুরুতেই অলরেডদের স্বস্তির গোল উপহার দেন ডমিনিক সোবোলসাই। ৯ মিনিটে হাঙ্গেরি জাতীয় দলের অধিনায়কের গোলে ১-০ তে লিড নেয় লিভারপুল। শুরুর লিড ধরে রাখতে একাধিক সুযোগ তৈরি করে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করে যায় লিভারপুল। অবশেষে ৩৬ মিনিটে ব্যবধান ২-০ করেন জেরেমি ফ্রিমপং।
চার মিনিট পর অতিথিদের প্রথম গোল উপহার দেন অ্যাডাম ফিলিপস। ব্যবধান কমায় বার্নসলি। ম্যাচে ৭৫ শতাংশ বল দখলে রেখে বার্নসলির ওপর আরও চাপ তৈরি করে লিভারপুল। তবে, তৃতীয় গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৮৪ মিনিট পর্যন্ত। এ যাত্রায় অলরেডদের কান্ডারী উইর্টজ।
তিন গোল দিয়েও থামেনি লিভারপুল। ম্যাচের শেষ বাঁশি বাজার আগে স্বাগতিকদের আনন্দে ভাসান হুগো একিতিকে। দলগত চেষ্টায় শেষ পর্যন্ত ৪-১ গোলের জয়ের পায় লিভারপুল। চতর্থ রাউন্ডে তাদের লড়তে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে বিদায় করা ব্রাইটনের বিপক্ষে।
