লিগ কাপ ‘আহামরি’ কিছু নয়, অভিমত গার্দিওলার

লিগ কাপের সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউক্যাসেল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি। আগামীকাল দ্য ম্যাগপাইদের ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু বাঁচা-মরার এই লড়াই।
পেপ গার্দিওলার কোচিংয়ে ২০২০-২১ মৌসুমে সবশেষ লিগ কাপ জিতেছিল ম্যানসিটি। এরপর পাঁচটি মৌসুম পেরিয়ে গেলেও ট্রফিতে চুমু আঁকা হয়নি সিটিজেনদের। তবে আরেকটি ফাইনালের দুয়ারে দাঁড়িয়ে স্বপ্ন দেখছেন গার্দিওলা।
নিউক্যাসল ম্যাচের আগে গার্দিওলা বলেছেন,
“লিগ শিরোপা জিততে চাইলে, এটা (লিগ কাপ জয়) যথেষ্ট নয়, তবে এটা সাহায্য করে। এভাবে সহায়তা করে যে, ঠিক আছে আমরা একটা শিরোপা জিতেছি, আমরা কিছু জিতেছি।”
তিনি আরও বলেছেন,
“এই শিরোপা জেতা খুব বেশি কিছু নয়, তবে এটা নিজেদের জাগ্রত করে এবং আত্মবিশ্বাসী করে তোলে যে, ঠিক আছে, আমরা জিতেছি। আমরা জিততে সক্ষম। জয় আপনাকে আরও বেশি জিততে সাহায্য করে। প্রতিনিয়ত নয় অবশ্যই, তবে এমন ভাবনা আসে যা, ঠিক আছে, আমরা এটা করতে পেরেছি। একজন খেলোয়াড় বলতে পারে ‘আমি যদি এটা জিততে পারি, আবারও জিততে পারব’।”
