সোমা-সাদিয়াদের প্রথম শিরোপা

খেলার শুরুতেই ছিল বড় ধাক্কা। বিকেএসপির তারকা খই খই সাই মারমার সামনে পরাস্ত হলেন দেশের অভিজ্ঞতম তারকা সোনম সুলতানা সোমা। পাঁচ সেটের লড়াই শেষে ৩-২ ব্যবধানে যখন খই খই জয় ছিনিয়ে নিলেন, তখন মনে হচ্ছিল জাতীয় টেবিল টেনিসের দলগত শিরোপা বুঝি যাচ্ছে বিকেএসপির তরুণদের হাতেই। কিন্তু অভিজ্ঞতার ঝুলি যে এত সহজে খালি হওয়ার নয়, তা প্রমাণ করে দিলেন সাদিয়া রহমান ও মাহি। জাতীয় চ্যাম্পিয়নশিপ মেয়েদের দলগত ইভেন্টে আনসারকে চ্যাম্পিয়ন করেছেন তাঁরা।
৫ ম্যাচের লড়াইয়ে প্রথম ম্যাচে সোনম-খইখইয়ে ম্যাচটা ৫ সেটে গড়ায়। ৩-২ ব্যবধানে জিতে শেষ হাসি হাসেন খই খই।
কিন্তু দ্বিতীয় ম্যাচে রেশমিকে হারিয়ে আনসারকে সমতায় ফেরান সাদিয়া। মাহি এরপর তৃতীয় ম্যাচটাও জিতে নেন। মাহি সে ম্যাচ ৩-০ তে হারান বিকেএসপির সিগমাকে।
চতুর্থ ম্যাচে আবার নামেন সাদিয়া। বিকেএসপিও নামায় তাদের সেরা খেলোয়াড় খইখইকে। সাদিয়া-খই খইয়ের সে লড়াইই জিতে শিরোপা নিজেদের করে নিয়েছেন সাদিয়া।
ইসলামিক সলিডারিটি গেমসে দ্বৈতে রুপা জেতা খইখইকে সাদিয়া এ ম্যাচে হারিয়েছেন ৩-১ সেটে। ফলে পঞ্চম সেটে আর যেতে হয়নি আনসারকে। সোনমদের জয়ে মূল কৃতিত্ব তাই সাদিয়ার।
এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েই বিকেএসপির শিরোপা লড়াইয়ে উঠে আসাটা বড় ঘটনা। খই খই রেশমি এর আগে অবশ্য খেলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে। এবার বিকেএসপি দল শক্তিশালী করতে ধরে রেখেছে তাঁদের। শেষ পর্যন্ত রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাঁদের। ছেলেদের দলগত লড়াইয়ে এখনো শেষ চারের লড়াই বাকি।
