La Liga

ইউক্রেন যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন কস্তিউক

ব্রিসবেন ইন্টারন্যাশনালের নারী এককে শিরোপা জিতেছেন আরিনা সাবালেঙ্কা। হেরে গেলেও ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রে উঠে আসেন ইউক্রেনের টেনিস তারকা মার্তা কস্তিউক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের দেশের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

আজ ফাইনালে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর খেলোয়াড় সাবালেঙ্কার কাছে ৬-৪, ৬-৩ সেটে হেরে রানার্সআপ হন কস্তিউক। ম্যাচ শেষে বক্তব্য দিতে গিয়ে ইউক্রেনে চলমান যুদ্ধের বাস্তবতা তুলে ধরেন তিনি।

কস্তিউক বলেন, 

‘আমি ইউক্রেন নিয়ে কিছু কথা বলতে চাই। প্রতিদিন হৃদয়ের গভীর ব্যথা নিয়ে খেলি। এই মুহূর্তে আমাদের দেশে হাজার হাজার মানুষ বিদ্যুৎ ও গরম পানির সুবিধা ছাড়া আছে। বাইরে তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি। এই বাস্তবতার সঙ্গে প্রতিদিন বেঁচে থাকা খুবই কষ্টকর।’

পরিবারের সদস্যদের দুর্ভোগের কথা বলতে গিয়ে কস্তিউক বলেন 

‘ব্রিসবেনে খুব গরম, তাই বিষয়টি কল্পনা করা কঠিন। কিন্তু বাড়িতে প্রচণ্ড ঠান্ডার কারণে আমার বোন তিনটি কম্বলের নিচে ঘুমাচ্ছে।’

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে দেশটিতে চলমান যুদ্ধে এখন পর্যন্ত বেসামরিক হতাহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে।

ফাইনালের পর কস্তিউকের প্রশংসা করেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা। তিনি জানিয়েছেন, মৌসুমের শুরুতেই দারুণ খেলছেন কস্তিউক। ভবিষ্যতে আরও অনেক ফাইনালে তাঁর মুখোমুখি হওয়ার আশা প্রকাশ করেন তিনি।

এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো ব্রিসবেন ওপেনের শিরোপা জিতলেন সাবালেঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *