Football

নিউক্যাসলকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল সিটি

ইএফএল কাপের সেমিফাইনালের প্রথম লেগে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। ফলে ফাইনালে ওঠার পথ সহজ করে রাখল পেপ গার্দিওলার দল। আগামী ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল।

নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে দুই দলের লড়াইটা হয়েছে সমানে সমান। তবে নিউক্যাসল গোল করতে ব্যর্থ হয়। পুরো ম্যাচে নিউক্যাসল শট নিয়েছে ১০টি, অপরদিকে সিটিজেনরা ১১টি শট নেয়।


সিটির প্রথম গোলটি আদায় করতে ৫৩ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। জেরোমি ডকুর বাঁদিক থেকে বাড়ানো বলে টোকা দিয়ে বল জালে পাঠান সিটির নতুন সাইনিং সেমেনয়ো। সিটিতে যোগ দিয়ে দুই ম্যাচে দুই গোল পেলেন ঘানার এই তারকা।

দ্বিতীয় গোলটি আসে নির্ধারিত সময়ের পর বাড়ানো সময়ে। ম্যাচের ৯৮তম মিনিটে রায়ান শেরকি সিটির জয় নিশ্চিত করেন। ডি-বক্সের ভেতরে নুরির ব্যাক পাস থেকে দারুণ এক গোল করেন ফরাসি এই মিডফিল্ডার।


এই দুই দলের পরের লেগ অনুষ্ঠিত হবে সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। সেখানে দুই গোলে এগিয়ে থেকে মাঠে নামবে সিটিজেনরা। অবিশ্বাস্য কিছু না হলে লিগ কাপের ফাইনাল অনেকটা নিশ্চিত ম্যানচেস্টার সিটির।


এদিকে বুধবার (১৪ জানুয়ারি) রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে চেলসি ও আর্সে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *