লন্ডন ডার্বিতে হারল চেলসি, গ্যালারিতে বসে দেখলেন নতুন কোচ রসেনিয়র
কোচ পরিবর্তনেও ভাগ্য সুপ্রসন্ন হল না চেলসির। ফুলহামের কাছে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকল পশ্চিম লন্ডনের ক্লাবটি।
ফুলহামের ঘরের মাঠ ক্র্যাভেন কটেজে বুধবার রাতে লন্ডন ডার্বিতে চেলসির হার ২-১ গোলের।

রসেনিয়র দায়িত্ব নেওয়ার আগেই ম্যাচটি হওয়ায় দলের ডাগআউটে ছিলেন অন্তর্বর্তীকালীন কোচ ক্যালাম ম্যাকফারলেন। গ্যালারিতে বসেই চেলসির হার দেখেছেন নতুন কোচ লিয়াম রসেনিয়র।
ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় চেলসি। ২২ মিনিটে হ্যারি উইলসনকে ফেলে দেওয়ায় সরাসরি লাল কার্ড দেখেন মার্ক কুকুরেয়া। এতে ১০ জনের দলে পরিণত হয় অতিথিরা। এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে চেলসির অষ্টম লাল কার্ড এটি।
দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে রাউল হিমেনেজের হেডে এগিয়ে যায় ফুলহাম। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা।
৭২ মিনিটে কর্নার থেকে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে কাছ থেকে গোল করে কিছুটা স্বস্তি ফেরান লিয়াম ডেলাপ।
ম্যাচের শেষ ভাগে আবার হতাশা নামে চেলসি শিবিরে। ৮১ মিনিটে বক্সের ভেতর থেকে হাফ-ভলিতে গোল করেন হ্যারি উইলসন। সেটিই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।
এই হারে প্রিমিয়ার লিগে অষ্টম স্থানে নেমে গেল চেলসি। ২১ ম্যাচে তাঁদের পয়েন্ট ৩১, সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে গোলব্যাবধানে টেবিলের ৯ নম্বরে ফুলহাম।
সবার ওপরে আর্সেনাল। গানারদের ঝুলিতে ৪৮ পয়েন্ট। দুই ও তিনে থাকা ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের পয়েন্ট সমান ৪৩ করে। তবে এই দুই দল আর্সেনালের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে।




