সাবেক অজি ক্রিকেটারের অ্যাশেজ একাদশে নেই কোনো ইংলিশ ক্রিকেটার
সিডনি টেস্টের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে ২০২৫/২৬ অ্যাশেজ সিরিজ। ঘরের মাঠে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়ে অ্যাশেজের ছাইদানি নিজেদের ঘরে রেখেছে অস্ট্রেলিয়া। সিরিজ শেষে অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার ক্যারি ও’কিফ তাঁর অ্যাশেজ একাদশ সাজান। যেখানে ৭৬ বছর বয়সী ও’কিফের দলে জায়গা হয়নি কোন ইংলিশ ক্রিকেটারের।

ও’কিফের পুরো দলই গড়া অস্ট্রেলিয়ানদের নিয়ে। ইংল্যান্ডের শোচনীয় পরাজয়ের পর মজার ছলে ইংল্যান্ডকে ব্যঙ্গ করে দল সাজান এই ধারাভাষ্যকার।
ওপেনিংয়ে ও’কিফ রেখেছেন ট্রাভিস হেড ও জেক ওয়েদারাল্ডকে। তিন ও চার নম্বরে খেলবেন মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথ। স্মিথকে অধিনায়কও করা হয়েছে, যদিও এই একাদশে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের।
পাঁচ নম্বরে উসমান খাজা, ছয় নম্বরে অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। উইকেটকিপার হিসেবে সাত নম্বরে আছেন অ্যালেক্স ক্যারি। বোলিং আক্রমণে কোনো স্পিনার না রেখে পুরোপুরি পেস নির্ভর দল সাজিয়েছেন ও’কিফ।
বাকি চার বোলার হিসেবে আছেন বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, মাইকেল নেসার ও স্কট বোল্যান্ড। ফলে বেন স্টোকস, জো রুট, বেন ডাকেট, হ্যারি ব্রুক কিংবা জ্যাকব বেথেলের মতো তারকা ইংলিশ ক্রিকেটাররা সবাই বাদ পড়েছেন।
তবে পারফরম্যান্সের বিচারে ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটারের জায়গা পাওয়ার দাবিদার ছিলেন বলাই যায়। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৪০০ রান করেন জো রুট। তৃতীয় সর্বোচ্চ ৩৫৮ রান করেন আরেক ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক।
স্ট্রাইক রেটে ট্রাভিস হেডকে (৮৭.৩৬) টপকে যান বেন ডাকেট (৯১.৪০)। বোলিংয়ে মিচেল স্টার্কের (৩১ উইকেট) পরেই ছিলেন ইংল্যান্ডের ব্রাইডন কার্স (২২ উইকেট)।
কেরি ও’কিফের একাদশঃ
ট্রাভিস হেড, জেক ওয়েদারাল্ড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), উসমান খাওয়াজা, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেয়ারি (উইকেটকিপার),বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক,মাইকেল নেসার,স্কট বোল্যান্ড।




